Quran

Bengali: Noble Quran (Arabic-Bangla)

অনুবাদ করেছেনঃ  প্রফেসর ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান

প্রকাশনাঃ  দারুসসালাম পাবলিকেশন্স , সৌদি আরব

Logo-darus-salam1

সূরা ‘আল ক্বামার’ মক্কায় অবতীর্ণ ক্বুরানের একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তা’আলা এই সূরায় একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন। সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে, ‘অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে ক্বুরানকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?’

আল কুর’আন সম্পুর্ণ মানব্জাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট হতে চাইনা, তাই এটা আমাদের জন্য অপরিহার্য যে আমরা কুর’আন সুধু তিলাওয়াতই করবনা বরং তা বুঝব এবং সেইসাথে নিজেদের জীবনে প্রয়োগ করব।

রাসূল -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-আমাদেরকে শ্রেষ্ঠ হবার একটি সহজ পদ্ধতি শিখিয়ে গেছেনঃ

তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুর’আন শিখে এবং অন্যকে শেখায়। (আল-বুখারী)

অতএব, আসুন, কুর’আন নিজে শিখুন এবং অন্যকে শিখান, নিজেকে শ্রেষ্ঠ মুসলিমদের একজন হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত বর্ণনাঃ সৌদি আরবের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান দারুসসালাম এর প্রকাশ করেছে এই কুরআনুল কারীম। এ তরজমা দারুসসালামের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন।এ মহৎ কাজে এগিয়ে এসে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান অনুবাদ করেছেন ।  এই তরজমার বিশেষত্ব হচ্ছেঃ

  • বইটি তরজমায় ত্রুটি বিচ্যুতির ব্যপারে গবেষক মন্ডলীর পরামর্শ নেয়া হয়েছে।
  • তাফসীর ইবনে কাসীর থেকে তরজমার অংশটি নেয়া হয়েছে।
  • এই কুরআনে ডান দিকে বড় অক্ষরে আরবি (persian script) লেখা হয়েছে, বাম দিকে বাংলা সহজ সরল অনুবাদ, এবং নিচে আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
  • কুরাআনের অর্থ অনুধাবনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে সহীহ হাদিসের অনুবাদের মাধ্যমের টীকা সংযোজন করা হয়েছে।অধিকাংশ হাদীস সহীহ বুখারী থেকে নেয়া হয়েছে। মূল আরবি গ্রন্থ থেকে এই হাদীস সমূহ অনুবাদ করা হয়েছে।
  • বাংলা ভাষাভাষী সকল পর্যায়ে মুসলমান ভাইদের কুরআন বুঝে পড়ার আগ্রহের দিকে লক্ষ রেখে তরজমা সহজ, প্রাঞ্জল ও বোধগম্য করআর চেষ্টা করা হয়েছে, যাতে তিলাওয়াতের সাথে সাথে কুরআন মাজিদের অর্থও বুঝতে পারেন।

স্ক্যান কৃত এই কুরআনটি পড়ার জন্য আপনার কম্পিউটারে Adobe Reader সফটওয়্যারটি থাকা আবশ্যক। আগে থেকে তা না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।

Download/ডাউনলোড [26.6 MB]

ডাউনলোড – [HQ Version – সব রিডার দিয়ে ওপেন করার জন্য]

 Download from 4shared

Download from MediaFire

 আপনারা এই লিংক এ ক্লিক করে, বইটি  দারুসসালাম পাবলিকেশন্স এর ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

=========================

Quran Shareef (Simple Bengali Translation)

Our final prayer is that all Praise is due to Allâh, the Lord of the Worlds, and may the peace and blessings of Allâh be upon our Prophet Muhammad, and his Household and Companions.

Download/ডাউনলোড [27.6 MB]

Download/ডাউনলোড [27.6 MB]

=================

আল- কুরআন

আল কোরআনের এ অর্থানুবাদটি অত্যন্ত সহজ-সরল ভাষায় উপস্থাপিত,যাতে ব্র্যাকেট ব্যবহারের মাধ্যমে আল কোরআনের বক্তব্যকে স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে।অনুবাদক তার ভূমিকায় অনুবাদকর্মটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, বাংলা ভাষায় আল কোরআনের অর্থানুবাদের ইতিহাস, আল কোরআনের বিষয়ভিত্তিক নির্ঘণ্ট ও কোরআন বিষয়ে প্রয়োজনীয় তথ্যও সন্নিবেশিত করেছেন।

ডাউনলোড করুন (৩.১৩ মেগাবাইট)

*****************

  1. Mehfuz Sharif

    asalamulaikum,
    Allah bless all of them who give effort to construct this web site.It is really very nice and helpful website.

  2. amader shobari quran er ortho bughe pora dorkar . ei website ti amader ke quraner ortho bughe porar jonno sahajjo korche . tai ami ei website ti jara korechen tader shober jonno dua kori tara jeno sara jibon ei vave islam er jonno kaj kore jete paren . apnaderke dhonnobad . assalamu oalikum .

  3. আসসালামুআলাইকুম, আপনাদের অবদান সত্যিই প্রশংসার। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমীন।

  4. amader shobar quraner ortho bughe pora dorker . ei website theke ami onek mulloban islamic boi shongrho korechi . tai ei website er shathe jara jorito ami shobar jonno dua kori tara jeno shara jibon islamer pothe kaj kore jete pare . apnaderke dhonnobad . assalamu alicum .

  5. nurul islam

    allaho apnader jannatul ferdaws dan korun,,

  6. Thanks for your great post., here is that kind of books what i was searching? thanks again.
    Mohi Uddin
    On Behalf of Knowledge World team.

  7. omar faruk halali

    আল- কুরআন(৩.১৩ মেগাবাইট) eta download hochena

  8. May Allah shower his blessings on you.

  9. আশা করি নিচের সাইটি অনেকের কাজে লাগতে পারে

    http://www.muminun.net/iwd/bangla_quran.html

    Jazak Allāh

  10. অাসলে অামরা কতই ভুল করছি এখনো।

  11. aminur rahman

    হাফেজ মুনির উদ্দীন আহমদ এর কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ এর ১০৩ নং পৃষ্ঠা নেই।

Leave a comment