বই – আরকানুল ঈমান
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সংক্ষিপ্ত পরিচিতিঃ ঈমান হল – মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে পরিণত করা। আনুগত্য ও সৎ আমলের মাধ্যমে ঈমান বারে এবং পাপাচার ও নাফরমানীর কারনে ঈমান কমে যায়।
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেন,
” ঈমানের শাখা সত্তর বা ষাটের অধিক। আর মধ্যে সর্বোচ্চ শাখা হল – “লাইলাহা ইল্লাল্লাহ (অর্থাৎ আল্লাহ ব্যাতিত অন্য কোন সত্য উপাস্য নেই) মুখে উচ্চারণ করা। আর সর্ব নিম্ন স্তর হল – রাস্তা থাকে কষ্ট দায়ক বস্তু অপসারণ করা। লজ্জাবোধ ঈমানের( অন্যতম) একটি শাখা” [সহিহ মুসলিম]
আর এই ঈমানের রুকুন ছয়টিঃ
১. আল্লাহ পাকের উপর,
২. মালাইকা/ ফেরেস্তাদের উপর,
৩. তার কিতাব সমুহের উপর,
৪. তার রাসূলদের উপর
৫. আখিরাত বা শেষ দিবশের উপর এবং
৬. তাকদিরের ভালো মন্দের উপর ঈমান। [সাহিহ মুসলিম হাদিস নং ১]
ইমানের এই ছয়টি রুকুন সম্পর্কে আমরা জানলেও আমাদের মাঝে এই বিষয় সম্পর্কে অনেক ভুল ধারনা বিদ্যমান বা আমরা এই রুকুন গুলো সম্পর্কে বিস্তারিত জানিনা। এই বিষয়টি অনুধাবন করেই মাদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলমী গবেশনা অনুসদ আর বাংলা অনুবাদ বিভাগ হতে এই গুরুত্বপূর্ণ বইটি প্রকাশের উদ্দ্যোগ নেয়া হয়। এই বইটিতে ঈমানের রুকুন বা স্তম্ভ গুলোকে সহজ ভাষায় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
ডাউনলোড/ Download [ 3.87 MB]
*******
Posted on 29/06/2013, in আক্বীদাহ্/ঈমান and tagged আরকানুল ঈমান. Bookmark the permalink. Leave a comment.
Leave a comment
Comments 0